Friday , 29 March 2024
শিরোনাম

মানিকগঞ্জ সদর ও সিংগাইর থেকে ০৪ জন মাদক কারবারি গ্রেফতার।

সিংগাইর উপজেলা প্রতিনিধি মানিকগঞ্জ।
মোঃমনির হোসেন ময়নাল।

 জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মানিকগঞ্জ কর্তৃক ০৫ (পাঁচ) গ্রাম হেরোইন, ৩৬ (ছত্রিশ) লিটার দেশীয় চোলাই মদ ও ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজা, যাহার সর্বমোট মূল্য অনুমান=৯৬,০০০/- (ছিয়ানব্বই হাজার) টাকা উদ্ধারসহ ০৪ জন মাদক কারবারী গ্রেফতার।

মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ)/জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই/মোঃ আব্দুল কুদ্দস এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা মানিকগঞ্জ সদর থানাধীন পাঁচ বারাইল সাকিনস্থ জনৈক রতন মিয়ার বসত বাড়ির পূর্ব পাশে কাঁচা রাস্তার উপর হইতে আসামী ১। সুজন রাজবংশী (২৫), পিতা-গোপাল রাজবংশী, স্থায়ী সাং-পাঁচ বারাইল, থানা ও জেলা-মানিকগঞ্জকে ১৪/০৭/২০২২ তারিখ ১৬.১৫ ঘটিকায় ০৫ (পাঁচ) গ্রাম হেরোইনসহ আটক করেন।

একই তারিখে অপর একটি অভিযানিক দল এসআই/হাকিম মোল্লা এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন পূর্ব ভাকুম সাকিনস্থ ধৃত আসামী সুমন ফকির এর বসতবাড়ীর বসত ঘরের উঠান হইতে আসামী ১। সুমন ফকির (২৩), পিতা-মৃত পলান ফকির, সাং-পূর্ব ভাকুম, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জকে ১৪/০৭/২০২২ তারিখ ১৪.২৫ ঘটিকায় ৩৬ (ছত্রিশ) লিটার দেশীয় চোলাই মদসহ আটক করেন।

একই তারিখে অপর একটি অভিযানিক দল এসআই/মোঃ মাহবুব আলম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন গোলাইডাঙ্গা সাকিনস্থ জনৈক আসক আলীর মুদির দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১। সুজন (২৩), পিতা-মৃত শাহজাহান, সাং-গোলাইডাঙ্গা (বাস্তা), ২। মোঃ তৈয়াবুর রহমান (৩৮), পিতা-মৃত নাজিম উদ্দিন, সাং-গোলাইডাঙ্গা, উভয় থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জদ্বয়কে ১৪/০৭/২০২২ তারিখ ১৭.৫৫ ঘটিকায় (১৫০+১০০)=২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ আটক করেন। ধৃত আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এতদ্ সংক্রান্তে মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় পৃথক ০৩টি মামলা রয়েছে।

Check Also

রিয়াদে প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফারুক আহমেদ চাঁন,মধ্যপ্রাচ্য ইনচার্জ!! রিয়াদে বাথা সামসিয়া মার্কেটে ইনভেস্টার লায়ন ইসমাইল হোসেন অডিটোরিয়াম এ প্রবাসী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x