স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী অনিতা চৌধুরী মারা গেছেন। তিনি ‘স্কয়ার মাতা’ হিসেবে সুপরিচিত।
অনিতা চৌধুরী রোববার দুপুর ১টা ৬ মিনিটে স্কয়ার হসপিটালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় শোকাহত স্কয়ার পরিবার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
স্কয়ার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু গণমাধ্যমকে অনিতা চৌধুরীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
অনিতা চৌধুরী স্কয়ার গ্রুপের বর্তমান চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মার ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর মা।
প্রসঙ্গত, ২০১২ সালের ৫ জানুয়ারি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী।