মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব মনজুরুল করিম খান চৌধুরী পাহাং রাজ্যের “কসমা প্লান্টেশন” পরিদর্শন করেন
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব মনজুরুল করিম খান চৌধুরী গত শনিবার , ১ নভেম্বর,২০২৫ তারিখে ‘পাহাং রাজ্যের’ “কসমা প্লান্টেশন” কর্তৃপক্ষের আমন্ত্রনে প্লান্টেশন পরিদর্শন করেন এবং কোম্পানি কর্তৃপক্ষ এবং বাংলাদেশী কর্মীদের সাথে মতবিনিময় করেন। তিনি ‘কসমা প্লান্টেশন’-এর কর্মীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উল্লেখ্য কসমা প্লান্টেশনে পাঁচ শতাধিক বাংলাদেশী কর্মী কর্মরত আছেন।
হাইকমিশনার “কসমা প্লান্টেশন” এর চেয়ারম্যান দাতো হাজী জামরি বিন হাজী মোহাম্মদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কর্মীদের আবাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে হাইকমিশনার বাংলাদেশী কর্মীদের সাথে কোম্পানির মিলনায়তনে মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় অন্যন্যের মধ্যে বাংলাদেশ হাইকমিশনের দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্য এবং প্রথম সচিব (শ্রম) জনাব এ এস এম জাহিদুর রহমান উপস্থিত ছিলেন।

								                                        


















