মালয়েশিয়ায় হুন্ডি কারবার, ৬ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় ছয় বাংলাদেশিকে আটক করেছে পুত্রজায়া ইমিগ্রেশন সদর দফতরের ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস বিভাগ। সংস্থাটির দাবি, আটককৃতরা হুন্ডি কারবারে জড়িত। আটক হওয়াদের মধ্যে হুন্ডি কারবারের মূল হোতাও রয়েছে। তারা ক্লাং উপত্যকার আশেপাশের বাংলাদেশিদের লক্ষ্য করে কাজ করে আসছিল।
সোমবার (২৮ জুলাই) ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেন, পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা ও বিশেষ অপারেশন বিভাগের কর্মকর্তাদের একটি দল গত ২৭ জুলাই চারটি পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। জনসাধারণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হওয়া অভিযানের সময় একজন বাংলাদেশিকে আটক করা হয়, যাকে মূল পরিকল্পনাকারী বলে মনে করা হচ্ছে। এছাড়া পাঁচজন বাংলাদেশিকেও আটক করা হয়েছে, যারা গ্রাহক বলে মনে করা হচ্ছে।
আটককৃত বাংলাদেশিদের বয়স ২৬ থেকে ৪৮ বছরের মধ্যে বলে ওই বিবৃতিতে জানানো হয়।
জাকারিয়া বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, তাদের একজনের কাছে কর্মসংস্থান পাস ছিল। অন্য পাঁচজনের কাছে মালয়েশিয়ায় থাকার কোনো বৈধ পাস ছিল না। অপারেশন টিম মোট নগদ ১২ লাখ ১৫ হাজার রিঙ্গিত জব্দ করেছে, যা লাইসেন্সবিহীন মানি চেঞ্জার কার্যকলাপের ফলাফল বলে সন্দেহ করা হচ্ছে। জব্দ করা হয়েছে লেনদেনের বই ও দুটি মোবাইল ফোন।
হুন্ডির কার্যকলাপটি এক বছর ধরে পরিচালিত হচ্ছে বলে মনে করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, আটককৃতদের পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পুত্রাজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। তদন্তে সহায়তা করার জন্য একজন স্থানীয় মহিলা ও দুই বাংলাদেশি পুরুষকে অফিসে উপস্থিত হওয়ার নোটিশ দেওয়া হয়েছে।