মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই ও অস্ট্রেলিয়ায় পবিত্র রমজান শুরু হচ্ছে আগামী মঙ্গলবার থেকে। দেশগুলোর দায়িত্বশীল কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে গালফ নিউজ।
ফেডারেল কাউন্সিল অফ ইমামস, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল এবং ফতোয়া ও শরিয়া আরবিট্রেশন কাউন্সিলের সহযোগিতায় অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি নিশ্চিত করেছেন যে সোমবার শা’বানের শেষের দিন এবং ১২ মার্চ মঙ্গলবার হচ্ছে রমজানের প্রথম দিন।
ব্রুনাই কর্তৃপক্ষ জানিয়েছে, ১২ মার্চ, মঙ্গলবার হচ্ছে রমজানের প্রথম দিন। দেশটির বিভিন্ন স্থান থেকে আজ চাঁদ দেখা না যাওয়ায় এই সিদ্ধান্ত জানিয়েছে তারা। একই ধরনের ঘোষণা দিয়েছে মালয়েশিয়াও।
ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে, মঙ্গলবার রমজানের প্রথম দিন এবং আগামীকাল সোমবার শাবান মাসের শেষ দিন। ইন্দোনেশিয়ার সবগুলো পর্যবেক্ষণ পয়েন্টে আজ রমজানের চাঁদ দেখা যায়নি।
এদিকে, আরব বিশ্বে চাঁদ দেখা কমিটিগুলো রোববার (১০ মার্চ) মাগরেবের নামাজের পরে রমজানের দেখার প্রস্তুতি নেয়া হয়েছে।