মো:আলরাজী(স্টাফ রিপোর্টার)
রাজধানীর মিরপুরের বড়বাগে নির্মাণাধীন ভবন থেকে কংক্রিট পড়ে এক লেগুনা চালক গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হয়েছেন ভবনের নিচে থাকা এক নারী চা দোকানিও।
আজ শুক্রবার (২৬ আগস্ট) বেলা ১২টার দিকে ৬০ ফিটের বড়বাগে এলাকায় লেগুনায় স্ট্যান্ডের পাশে এই ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নেওয়ার জন্য লেগুনা চালক অপেক্ষা করছিলেন। হঠাৎ ভবন থেকে কংক্রিট পড়তে থাকে। কিছু বুঝে ওঠার আগেই চালক রাজিবের মাথাতে এসে পড়ে কয়েকটি। পরে গুরুতর আহত রাজিবকে লেগুনা চালকরা হাসপাতালে নিয়ে যান।
একই ভবন থেকে কংক্রিট পড়ে আহত হয়েছেন ভবনটির নিচের এক নারী চা বিক্রেতাও। তাকে পাশে থাকা একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করছেন, নিরাপত্তা বেষ্টনি ছাড়াই ভবনের নির্মাণ কাজ চলছে।