টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলের গোড়াই এলাকায় ইয়ার গার্ডেন অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজের সঙ্গে জড়ি থাকার অভিযোগে হোটেলের ম্যানেজার, ১৬ খন্দের এব ১৩ জন পতিতাসহ ৩০ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, গোড়াই এলাকার মোবারক হোসেন খান ও মোতালেব হোসেন খানের বহুতল ভবনের ইয়ার গার্ডেন আবাসিক হোটেলের চার তলা বাসায় এই চক্রটি ভাড়া নিয়ে দীর্ঘ দিন ধরে অসামাজিক (অনৈতিক) কাজ করে আসছিল। গোপন সংবাদ পেয়ে আজ শুক্রবার অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ভবনের ম্যানেজার, অসামজিক কাজের সঙ্গে জড়িত ১৬ জন খন্দের এবং ১৩ জন পতিতাসহ ৩০ জনকে আটক করা হয়।
আটকৃতরা খন্দেরা হচ্ছে হোটেলের ম্যানেজার পিন্টু (৪০), বরিশালের উজ্জল হোসেন (৩৪), কুড়িগ্রামের সাইদুল (৩০), রংপুরের মামুন (২৪), নারায়নগঞ্জের আবু তালেব (৪০), লালমনিরহাটের সোহাগ (৩০), কুড়িগ্রামের ফারুক হোসেন (৩০), টাঙ্গাইলের মিজানুর রহমান (২২), পাবনার মো. আলম (৪০), বগুড়ার খাজা মোল্লা (৪৫)। পতিতারা হচ্ছে কিশোরগঞ্জের মিম (১৯), কুড়িগ্রামের জয়নব (৩০), কুড়িগ্রামের শিল্পী (২০), কুষ্টিয়ার হাসিনা (৩২), গাইবান্ধার শরিফা (২৫), গাইবান্ধার সাবিনা (২৪), কুষ্টিয়ার রহিমা (৩৮), গাজীপুরের কৃষ্টি (২১), গাইবান্ধার সাথি (২৯), বরিশালের সোনিয়া (২৫), দিনাজপুরের হোসনেয়ারা (৩৫), বরিশালের তানজিলা (২৫) এবং শেরপুরের নাসিমা (২১)।
এদিকে ৩০ জনকে আটক করা হলেও এদের মধ্যে কয়েকজন অসামাজিক কাজের সঙ্গে জড়িত থাকার প্রমান না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।