মির্জাপুরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার টাঙ্গাইলের মির্জাপুরে বর্নাঢ্য আয়োজন করে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কলাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে বর্ণাঢ্য বিশাল একটি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অপর দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাবির মুহসীন হলের সাবেক জিএস সাইদুর রহমান সাইদ সোহরাবের নেতৃত্বে একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়।
বেলা ১১ টার দিকে আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে বর্ণাঢ্য মিছিলটি মির্জাপুর বাইপাস এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীনসহ উপজেলা ও পৌর বিএনপির নেত্রীবৃন্দ প্রমুখ।
অপর দিকে সাইদ সোহরাবের নেতৃত্বে একটি মিছিল শহরের গুরুত্বপুর্ন রাস্তা প্রদক্ষিণ শেষে জহুরবাড়ি মোডে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভিপি মো. হযরত আলী মিঞা ও লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি সহ প্রমুখ।