Saturday , 20 April 2024
শিরোনাম

মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় প্রায় ৪০ সেনা নিহত

মিয়ানমারে গত দুই দিনে পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) গ্রুপ এবং জাতিগত সশস্ত্র সংগঠনের (ইএও) হামলায় ৩৭ জন সেনা নিহত হয়েছে।  কারেন ও মোন রাজ্য এবং সাগাইং, মান্দাল ও তানিনথারি অঞ্চলে সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালায় পিডিএফসহ বিদ্রোহী গোষ্ঠীগুলো। এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম ইরাবতি।

সোমবার বিকেলে সাগাইং অঞ্চলের মনিওয়া শহরে বিদ্রোহীদের হামলায় তিন সৈন্য, দুইজন পুলিশ এবং পাঁচজন জান্তা সরকারের সমর্থক মিলিশিয়া সদস্য নিহত হয়েছে।

দুটি বিদ্রোহী গোষ্ঠী চিন্ডউইন অ্যাটাক ফোর্স এবং মনিওয়া দ্য বয়েজ এ হামলা চালায়।

মান্দালেতে পিডিএফের হামলায়  এক সেনা মেজর ও একটি থানা প্রধান নিহত হয়েছে।

ক্যারেন রাজ্যে বিদ্রোহী স্নাইপারদের হাতে আরও চার জান্তা সৈন্য নিহত হয়েছে।  সাগাইংয়ে পিডিএফ আর্টিলারি হামলায় আট জান্তা সেনা নিহত হয়েছে।  সোমবার ছয়টি স্থানীয় প্রতিরোধ গোষ্ঠী যৌথভাবে একটি ছোট সেতুর কাছে অবস্থানরত সেনাবাহিনীকে মর্টার শেল ব্যবহার করে হামলা করে। এতে ৮ সেনা নিহত হয়।

মোন রাজ্যে সংঘর্ষে দুই প্রতিরোধ যোদ্ধা এবং কমপক্ষে তিনজন জান্তা সেনা নিহত হয়েছে।  কারেন রাজ্যে পিডিএফের ড্রোন হামলায় পাঁচ সেনা নিহত ও চারজন আহত হয়েছে। রাজ্যটিতে পৃথক এক হামলায় আরও দুই সেনা নিহত হয়েছে।

তানিনথারিতে তিনটি প্রতিরোধ বাহিনীর হামলায় চার সেনা নিহত ও দুইজন আহত হয়েছে।

বাংলা ৫২ নিউজ/নাহিদ

Check Also

মামুনের বিলাসী গাড়ি-বাড়ির পেছনে প্রবাসীদের সাথে ভয়ংকর প্রতারণা

প্রবাসীদের অপহরণ, এরপর দেশ থেকেই ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করে চক্রের কাছে স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x