বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে মিয়ানমার থেকে আসা মর্টার শেল বিস্ফোরণে ইকবাল হোসেন নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মিয়ানমার থেকে ছোড়া ৩টি মর্টারশেলের বিস্ফোরণ ঘটে। এতে আহত হন ৬ রোহিঙ্গা। তাদের উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হলে একজন মারা যায়।
জানা যায়, মিয়ানমার থেকে আসা গোলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু ও কোণাপাড়া সীমান্তের শূন্যরেখায় থাকা রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পের ভেতরে পড়ে।
এর আগে, দুপুরে তমব্রু হেডম্যান পাড়ার ৩৫ নম্বর পিলারের কাছে মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে আহত হন এক বাংলাদেশি।
স্থানীয়রা জানান, গরু চরাতে মিয়ানমার সীমান্তের ভেতর ঢুকে পড়েন বাংলাদেশের বাসিন্দা অন্নথাইং তঞ্চঙ্গ্যা। সেখানে পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হলে তার পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
মো:আলরাজী(স্টাফ রিপোর্টার)