মুছাপুর ইউনিয়নে নিয়মিত সন্ধ্যায় ডাকাতের হানা, আতঙ্কে সাধারণ মানুষ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে সম্প্রতি নিয়মিতভাবে ডাকাতির ঘটনা ঘটছে। প্রায় প্রতিদিনই সন্ধ্যার পর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ডাকাত দলের তৎপরতা বেড়ে যাওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর থেকেই গ্রামীণ সড়কগুলো প্রায় ফাঁকা হয়ে যায়। সুযোগ বুঝে সশস্ত্র ডাকাত চক্র বিভিন্ন বাড়িতে হানা দেয়।গত ১৭ সেপ্টেম্বর চর ইসলামপুর গ্রাম নিবাসি জনার আইনক হক সাহেবের বাড়ী থেকে ৫ টি গরু ডাকাতি করে নিয়ে যায় ডাকাত দল। গত ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮:৩০মিঃ একটি ডাকাত দল হরিবাড়ি গ্রাম নিবাসি ব্যাংকার মোতালেব সাহেবের বাড়ীতে ওনার মা এবং ছোট্ট ভাইয়ের বউকে বেধে রেখে মারধর করে এবং নগদ টাকা সহ স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায়।
গত কাল ৪ অক্টোবর ২০২৫ ইং মুছাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার মাহবুবুর রহমানের বাড়ীতে একটি ডাকাত দল হানা দিলে জনতার একতার বলে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। ৫ অক্টোবর ২০২৫ ইং মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকায় রাত ৮ টায় পাকা মসজিদ সংলগ্ন আসলাম মিয়ার বাড়ীতে ডাকাত দল হানা চালিয়ে একজন মহিলার গলা থেকে চেইন টান দিয়ে নিয়ে যায় তখন ওনার চিৎকারে আশে পাশের লোকজন একত্রিত দওয়া করলে তারা পালিয়ে যায়।
স্থানীরা জানান জনপ্রতিনিধিরা পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করে সঠিক কোন ব্যাবস্থা নিচ্ছে না বলে ডাকাতদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে।
এদিকে মুছাপুর ইউনিয়নের সাধারণ মানুষ প্রশাসনের কাছে দ্রুত নিরাপত্তা জোরদার ও নিয়মিত টহলের দাবি জানিয়েছেন।