মুন্সীগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় আহত যুবদলকর্মী শাওন মারা গেছেন। বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। এর আগে আজ বিকেলে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ও বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামও এই তথ্য নিশ্চিত করেছেন।
বাচ্চু মিয়া বলেন, শাওনকে গতকাল (বুধবার) মুন্সিগঞ্জ থেকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় আঘাত ছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিহত শাওন মুন্সিগঞ্জে অটোরিকশা চালাতেন। তার বাবাও অটোরিকশা চালক। পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুই বছর আগে শাওন বিয়ে করেন।
গতকাল সদর উপজেলা বিএনপির সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে শাওনসহ ৩ জনকে ঢাকা আনা হয়েছিল।