মুন্সীগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও ট্রাক শো।
মো. আহসানুল ইসলাম আমিন, স্টাফ রিপোর্টার :
মুন্সীগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও ট্রাক শো হয়েছে। মঙ্গলবার ১৫ মার্চ বেলা ১১ টার দিকে জেলা সার্কিট হাউস মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল হাই তালুকদার, ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিনা ফেরদৌস, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, জেলা তথ্য অফিসার মো. কামরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন, জেলা মার্কেটিং অফিসার এবিএম মিজানুল হক, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শহীদ-ই- হাসান তুহিন প্রমুখ।
এ সময় বাজার কমিটি, রেস্টুরেন্ট কমিটি, দোকান মালিকগণ উপস্থিত ছিলেন।