কুমিল্লা প্রতিনিধি:-হালিম সৈকত
মুরাদনগর উপজেলায় বুধবার সকালে ঝড়াপাতা কুড়ানো নিয়ে সংঘষে একজন নিহত হয়েছে। এ বিষয়ে নিহতের স্ত্রী বাদী হয়ে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এলাকাবাসী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার ধামঘর দক্ষিন পাড়া এলাকায় মৃত নোয়াব আলীর ছেলে জহির মিয়া (৫০) তার প্রতিবেশী মৃত আফাজ উদ্দিনের ছেলে খোরশেদ আলমের(৪৫) স্ত্রীদের মধ্যে পুকুর পাড়ে ঝড়াপাতা কুড়ানো নিয়ে ঝগড়া হয়।বিষয়টি জানতে জহির মিয়া খোরশেদ আলমকে জিজ্ঞাসাবাদ করলে বাক-বিতন্ডার সৃষ্টি হয়।এক পর্যায়ে উত্তেজিত হয়ে খোরশেদ আলম জহির মিয়াকে ধাক্কা দিলে সে মাটিতে পড়ে যায়। জহিরের স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, মৃত জহিরের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে খোরশেদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে মৃতের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই।