Imam Hossain
দেশের অন্যতম এনজিও ও দাতা সংস্থা মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে মোশাররফ তানসেনকে নিয়োগ দিয়েছে। ১৫ নভেম্বর থেকে তানসেনের এই নিয়োগ কার্যকর হয়েছে। তানসেন শিক্ষা, পানি, স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন, জীবিকা, এতিম শিশুদের স্পনসরশিপ স্কিম, রোহিঙ্গা শরণার্থী ও জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশে মুসলিম হ্যান্ডের চলমান সকল প্রকল্প ও কর্মসূচির উন্নয়ন ও সম্প্রসারণসহ সব ধরনের কাজের তদারকি করবেন।
এক বিজ্ঞপ্তিতে মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ থেকে জানানো হয়, মোশাররফের উন্নয়ন খাতে বিশেষ করে শিক্ষা ও দক্ষতা উন্নয়নে ২২ বছরের ও বেশি সময় ধরে কাজের অভিজ্ঞতা রয়েছে। মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশে যোগদানের পূর্বে তিনি মালালা ফান্ড বাংলাদেশের ইন-কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এডুকেশন প্রোগ্রাম, প্ল্যান ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড ভিশন, এসডিসি, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট, সেভ দ্য চিলড্রেন এবং ডিএফআইডির মতো বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সাথেও কাজ করেছেন।
মোশাররফ তানসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।