মোঃ খায়রুল হাসান পলাশ: তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ বলছে, হযরত উওয়াইস আল-কারনি (রা.)-কে উপহার হিসেবে পোশাকটি দেন হযরত মুহাম্মদ (সা.)। তার বংশধররা এটি দীর্ঘ ১৪শ বছর ধরে যত্ন সহকারে সংরক্ষণ করে আসছেন।
করোনার কারণে দুই বছর এই প্রদর্শনী বন্ধ ছিল তাই এখন দর্শনার্থী সংখ্যা বেড়ে গেছে। পুরো রমজান মাস ধরে দর্শকদের জন্য এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে। কিছু কিছু মুসুল্লি নবীজির পরিধেয় পোষাক দেখে আবেগে আপ্লুত হয়ে যায়।