Friday , 29 March 2024
শিরোনাম

মৃত্যুর সাথে ১ মাস পাঞ্জা লড়ে হেরে গেলেন রাউজানের শিক্ষার্থী সানজিদা

লোকমান আনছারী রাউজান প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীর্ঘ এক মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন শিক্ষার্থী সানজিদা (১৪)।
৭ জুন মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন কিশোরী নিহত সানজিদা রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামের মৃত আব্দুল খালেক চৌধুরী চৌকিদারের মেয়ে এবং মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।ইউপি সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, গত ৬ মে পার্শ্ববর্তী চাচাতো বোনের শ্বশুর বাড়ির তৃতীয় তলায় উঠে আম পাড়তে গিয়ে ছাদের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক লাইনে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।পরের দিন সেখান হতে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভতি করা হয়।এরপর দীর্ঘ একমাস চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর ছয় টায় তার মৃত্যু হয়।রাতে জানা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

Check Also

‘ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি’

বিএনপি ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x