ঢাকা , বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
উৎসব মুখর পরিবেশে চাঁদপুর ৩ আসনের নির্বাচনী প্রতীক বরাদ্দ সম্পন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: শরীয়তপুর–৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকেই নির্বাচনে মাঠে আছেন আজহারুল ইসলাম ডিজিটাল মিডিয়া ফোরামের কার্যনির্বাহী কমিটি ঘোষণা মৃত্যুহীন প্রাণ: ওসমান হাদী ও আগামীর সংগ্রাম।মালয়েশিয়ায় শহীদ ওসমান হাদির স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের টহল দলের তৎপরতায় নবাবগঞ্জের পুরাতন বান্দুরা এলাকায় মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত তিনজন আটক, মাদক ও নগদ অর্থ উদ্ধার হেমায়েতপুর আর্মি ক্যাম্পের টহল দলের তৎপরতায় হেমায়েতপুর কাঁচা বাজারে জুয়া ও চাঁদাবাজিতে জড়িত ৩ জন আটক নেত্রকোনার পূর্বধলায় অপারেশন ডেভিল হান্ট-২ অভিযানে মো. রইছ উদ্দিন (৫১) নামের আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রিয়াদে ইনভেস্টার আসলাম আহমেদ মোরশেদের Camera World-এর ৫ম শাখা “মাম বিজনেস লিমিটেড সিকিউরিটি” উদ্বোধন চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র‌্যাব কর্মকর্তা। নিহত মুন্সীগঞ্জে বসতঘরে মা ও মেয়েকে জবাই করে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

মৃত্যুহীন প্রাণ: ওসমান হাদী ও আগামীর সংগ্রাম।মালয়েশিয়ায় শহীদ ওসমান হাদির স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়

শনিবার (১৭ জানুয়ারি) কুয়ালালামপুরের জি টাওয়ারে ‘ইনকিলাব মঞ্চ-মালয়েশিয়া’র উদ্যোগে ‘মৃত্যুহীন প্রাণ: ওসমান হাদী ও আগামীর সংগ্রাম’ শীর্ষক এই আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।

“মৃত্যুহীন প্রাণ: ওসমান হাদী ও আগামীর সংগ্রাম” শীর্ষক এ স্মরণসভায় মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসী বাংলাদেশি, বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. মাহমুদুল হাসান। তিনি ওসমানের চিন্তাধারাকে ‘নতুন সময়ের সিন্দাবাদ’ হিসেবে অভিহিত করে আগামীর বাংলাদেশের রূপরেখা তুলে ধরেন।

স্মরণসভায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় যখন ওসমানের বড় ভাই ও ফাউন্ডেশন চেয়ারম্যান শাফির ওসমান হাদির জীবন শেষ মুহূর্তের স্মৃতিচারণ করেন। জানান, গুলিবিদ্ধ হওয়ার সময় তিনি ওসমানের সাথেই ছিলেন।

অনলাইনে যুক্ত হয় সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির (NTU) সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইদুল ইসলাম অনলাইনে যুক্ত হয়ে “ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে ওসমান হাদীর জীবনদর্শন” বিষয়ে গুরুত্বপূর্ণ আলোকপাত করেন। পাশাপাশি IIUM-এর সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সোহেলা মুস্তারি তাঁর আলোচনায় “ওসমান হাদীর দর্শনে সামাজিক ন্যায়বিচার ও কমিউনিটি স্থিতিস্থাপকতা” (Social Justice and Community Resilience) বিষয়ে গুরুত্বারোপ করেন।

কমিউনিটির পক্ষ থেকে বিশেষ বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার (BCPM) সভাপতি আমিনুল ইসলাম রতন। এছাড়াও অনুষ্ঠানে মালয়েশিয়া প্রবাসী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন। অনুষ্ঠানে অন্যদের মাঝে সংহতি প্রকাশ করেন এস এম মোয়াজ্জেম হোসেন নিপু ও মো. জসিম উদ্দিন বিএনপি, মোহাম্মদ আব্দুর রহিম বাংলাদেশ জামায়াতে ইসলামী মালয়েশিয়া, সাইফুল ইসলাম মাসুম বাংলাদেশ ন্যাশনাল সিটিজেন পার্টি-এনসিপি, মালয়েশিয়া এবং
মোকাম্মেল হোসেন বাংলাদেশ গণ অধিকার পরিষদ, মালয়েশিয়া।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ থেকে যুক্ত হন ইনকিলাব মঞ্চ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি শহীদ ওসমানের দীর্ঘ রাজনৈতিক পথচলা ও ইনকিলাব মঞ্চের বর্তমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন। লজিস্টিক কো-অর্ডিনেটর শেখ ফয়সাল তাঁর বক্তব্যে শহীদ ওসমানের অদম্য সাহস ও আত্মত্যাগের স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্তে শহীদ ওসমানের বড় ভাই ও শহীদ শরীফ ওসমান হাদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শাফির ওমর বিন হাদী ওসমানের ‘ওসমান হাদী’ হয়ে ওঠার গল্প এবং তাঁর শেষ মুহূর্তের স্মৃতি শেয়ার করেন। তিনি জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ওসমান গুলিবিদ্ধ হলে তিনি একই রিকশায় তাঁর পাশেই ছিলেন।

স্মরণসভায় ওসমানের প্রিয় ঐতিহ্যবাহী ‘মুড়ি-বাতাসা’ আপ্যায়নের পাশাপাশি ক্বারী এ কে এম মতিউর রহমানের কুরআন তিলাওয়াত, কবিতা পাঠ ও সংগীত পরিবেশিত হয়। এছাড়া ইনকিলাব মঞ্চ-মালয়েশিয়ার প্রযোজনায় শহীদ ওসমানের জীবনের ওপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার পিএইচডি গবেষক মাওলানা মিসবাহ উদ্দিন এবং পুরো আয়োজন সমন্বয় করেন ইনকিলাব মঞ্চ-মালয়েশিয়ার পক্ষে সাঈদ হক।

কুরআন তিলাওয়াত, কবিতা ও সংগীতের পাশাপাশি ওসমানের প্রিয় ‘মুড়ি-বাতাসা’ দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। শহীদ ওসমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামকে ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়ে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:৫৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
৫০৭ Time View

মৃত্যুহীন প্রাণ: ওসমান হাদী ও আগামীর সংগ্রাম।মালয়েশিয়ায় শহীদ ওসমান হাদির স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেটের সময় : ০৯:৫৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

শনিবার (১৭ জানুয়ারি) কুয়ালালামপুরের জি টাওয়ারে ‘ইনকিলাব মঞ্চ-মালয়েশিয়া’র উদ্যোগে ‘মৃত্যুহীন প্রাণ: ওসমান হাদী ও আগামীর সংগ্রাম’ শীর্ষক এই আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।

“মৃত্যুহীন প্রাণ: ওসমান হাদী ও আগামীর সংগ্রাম” শীর্ষক এ স্মরণসভায় মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসী বাংলাদেশি, বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. মাহমুদুল হাসান। তিনি ওসমানের চিন্তাধারাকে ‘নতুন সময়ের সিন্দাবাদ’ হিসেবে অভিহিত করে আগামীর বাংলাদেশের রূপরেখা তুলে ধরেন।

স্মরণসভায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় যখন ওসমানের বড় ভাই ও ফাউন্ডেশন চেয়ারম্যান শাফির ওসমান হাদির জীবন শেষ মুহূর্তের স্মৃতিচারণ করেন। জানান, গুলিবিদ্ধ হওয়ার সময় তিনি ওসমানের সাথেই ছিলেন।

অনলাইনে যুক্ত হয় সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির (NTU) সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইদুল ইসলাম অনলাইনে যুক্ত হয়ে “ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে ওসমান হাদীর জীবনদর্শন” বিষয়ে গুরুত্বপূর্ণ আলোকপাত করেন। পাশাপাশি IIUM-এর সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সোহেলা মুস্তারি তাঁর আলোচনায় “ওসমান হাদীর দর্শনে সামাজিক ন্যায়বিচার ও কমিউনিটি স্থিতিস্থাপকতা” (Social Justice and Community Resilience) বিষয়ে গুরুত্বারোপ করেন।

কমিউনিটির পক্ষ থেকে বিশেষ বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার (BCPM) সভাপতি আমিনুল ইসলাম রতন। এছাড়াও অনুষ্ঠানে মালয়েশিয়া প্রবাসী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন। অনুষ্ঠানে অন্যদের মাঝে সংহতি প্রকাশ করেন এস এম মোয়াজ্জেম হোসেন নিপু ও মো. জসিম উদ্দিন বিএনপি, মোহাম্মদ আব্দুর রহিম বাংলাদেশ জামায়াতে ইসলামী মালয়েশিয়া, সাইফুল ইসলাম মাসুম বাংলাদেশ ন্যাশনাল সিটিজেন পার্টি-এনসিপি, মালয়েশিয়া এবং
মোকাম্মেল হোসেন বাংলাদেশ গণ অধিকার পরিষদ, মালয়েশিয়া।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ থেকে যুক্ত হন ইনকিলাব মঞ্চ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি শহীদ ওসমানের দীর্ঘ রাজনৈতিক পথচলা ও ইনকিলাব মঞ্চের বর্তমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন। লজিস্টিক কো-অর্ডিনেটর শেখ ফয়সাল তাঁর বক্তব্যে শহীদ ওসমানের অদম্য সাহস ও আত্মত্যাগের স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্তে শহীদ ওসমানের বড় ভাই ও শহীদ শরীফ ওসমান হাদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শাফির ওমর বিন হাদী ওসমানের ‘ওসমান হাদী’ হয়ে ওঠার গল্প এবং তাঁর শেষ মুহূর্তের স্মৃতি শেয়ার করেন। তিনি জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ওসমান গুলিবিদ্ধ হলে তিনি একই রিকশায় তাঁর পাশেই ছিলেন।

স্মরণসভায় ওসমানের প্রিয় ঐতিহ্যবাহী ‘মুড়ি-বাতাসা’ আপ্যায়নের পাশাপাশি ক্বারী এ কে এম মতিউর রহমানের কুরআন তিলাওয়াত, কবিতা পাঠ ও সংগীত পরিবেশিত হয়। এছাড়া ইনকিলাব মঞ্চ-মালয়েশিয়ার প্রযোজনায় শহীদ ওসমানের জীবনের ওপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার পিএইচডি গবেষক মাওলানা মিসবাহ উদ্দিন এবং পুরো আয়োজন সমন্বয় করেন ইনকিলাব মঞ্চ-মালয়েশিয়ার পক্ষে সাঈদ হক।

কুরআন তিলাওয়াত, কবিতা ও সংগীতের পাশাপাশি ওসমানের প্রিয় ‘মুড়ি-বাতাসা’ দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। শহীদ ওসমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামকে ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়ে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।