ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছেন, মেট্রোরেলের প্রথম অংশ উত্তরা থেকে আগারগাঁওয়ে যাত্রী পরিবহন থেকে এখন দৈনিক গড় আয় ২৬ লাখ টাকা।
শুক্রবার মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে আয়ের এই তথ্য জানান এম এ এন ছিদ্দিক।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক জানান, গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের প্রথম অংশ উত্তরা থেকে আগারগাঁও খুলে দেয়া হয় যাত্রী পরিবহনের জন্য। আর অক্টোবরের শেষ অংশে যাত্রী পরিবহনের জন্য খুলে দেয়া হবে।
তিনি আরও জানান, মেট্রোরেলে এখন বর্তমানে দৈনিক গড়ে ৭০ হাজার দেশি-বিদেশি যাত্রী যাতায়াত করছেন। এই সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে এখন দৈনিক গড়ে আয় হচ্ছে প্রায় ২৬ লাখ টাকা।
এম এ এন ছিদ্দিক বলেন, আগারগাঁও থেকে মতিঝিল অংশে সফলভাবে টেস্টসমূহ সম্পন্ন হওয়ার পর অক্টোবর ২০২৩ মাসের শেষ প্রান্ত থেকে ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল এই তিনটি মেট্রোরেল স্টেশনে মেট্রো ট্রেন থেমে এই অংশের যাত্রা শুরু করার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে বাস্তবতার ভিত্তিতে মেট্রো ট্রেন থামার স্টেশনের সংখ্যা বৃদ্ধি করা হবে।
তিনি আরও বলেন, অক্টোবর মাসের শেষ প্রান্তে প্রধানমন্ত্রী এই অংশের মেট্রোরেল চলাচলের শুভ উদ্বোধন করবেন বলে আশা করছি। এই লক্ষ্যে আজ (শুক্রবার) থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে ট্রায়াল রান চলতে থাকবে। এই টেস্টসমূহ শুক্রবার দিনে এবং অন্যান্য দিন রাতে করা হবে।