Tuesday , 23 April 2024
শিরোনাম

মেরুদণ্ড জোড়া লাগা দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মেরুদণ্ডের নিচের অংশ জোড়ালাগা কুড়িগ্রামের কাঠাঁলবাড়ীর জমজ দুই শিশু, নুহা ও নুবার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১ ডিসেম্বর ২০২২ সকালে বিএসএমএমইউতে আট মাস বয়সী শিশু দুটির অস্ত্রোপচার ও চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দির আহমেদ।
বিএসএমএমইউ উপাচার্য বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি তাদের চিকিৎসার যাবতীয় খরচ বহন করছেন এবং আমাদের যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের যথাসাধ্য চেষ্টা করব।”
বাংলাদেশে এই প্রথম কোনো মেরুদণ্ড জোড়া লাগানো শিশুর অস্ত্রোপচার সম্পন্ন হতে যাচ্ছে বিএসএমএমইউতে। এর আগে এ হাসপাতালে পেট জোড়া লাগানো শিশুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছিল। জটিল ও স্পর্শকাতর এ অপারেশনের নেতৃত্বে রয়েছেন বিএসএমএমইউ’র নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন।

Check Also

ফরিদপুরে গ্যারেজ মিস্ত্রিকে হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন

  ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে কামাল ফকির (২৯) নামে এক গ্যারেজ মিস্ত্রিকে হত্যার দায়ে দুই ব্যক্তিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x