মনিরুল ইসলাম-
মেহেরপুর গাঁজা রাখার অভিযোগে শামসুল হক নামের এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শামসুল হকের ৩ মাসের কারাদণ্ড ১০০ টাকা অর্থদণ্ড করা হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত শামসুল হক মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রামের আব্দুল আজিজ এর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে মাদক রাখার অভিযোগ স্বীকার করায় শামসুল হককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর (১)২১ ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মান্নানের নেতৃত্বে মেহেরপুর বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ শামসুল(৫৫) কে আটক করে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।