Friday , 19 April 2024
শিরোনাম

মেহেরপুর সদর উপজেলার সীমান্ত থেকে ৪০ হাজার ইউএস ডলার উদ্ধার।

মেহেরপুর প্রতিনিধিঃ_মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তে ৪০ হাজার ইউএস ডলার যা বাংলাদেশী টাকায় ৪৩ লাখ টাকা উদ্ধার করছে বুড়িপোতা সীমান্ত বিজিবি’র সদস্যরা। শুক্রবার দিবাগত রাতে বুড়িপোতা সীমান্তে ১১৬/৫এস পিলার থেকে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাড়িবাঁকা নামক স্থানে পাকা রাস্তার পাশ থেকে ৪০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়। জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িপোতা সীমান্তের নায়েব সুবেদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তে ইউএস ডলার পাচার হবে গোপন সুত্রের তথ্যের ভিত্তিতে বুড়িপোতা বিওপির সশস্ত্র টহল দল সীমান্ত পিলার ১১৬/৫ এস থেকে ৩ কিঃ মিঃ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাড়িবাঁকা নামক স্থানে পাকা রাস্তার পাশে অভিযান চালিয়ে ৪০ হাজার ইউএস ডলার উদ্ধার করেন। বিজিবি’র টহল দলের আগমনি টের পেয়ে চোরাকারবারীরা ডলারগুলো ফেলেরেখে পালিয়ে যায়। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল মেহেরপুর জেলা সীমান্তের বাড়িবাঁকা মোড়ে অবস্থান নেয়। এ সময় সীমান্ত পিলার ১১৬/৫ এস হতে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অজ্ঞাত দুই ব্যক্তিকে মোটরসাইকেলে যেতে দেখে। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে তারা একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে তল্লাশি করে ডলারগুলো উদ্ধার হয়। মেহেরপুর থানায় মামলা করে ট্রেজারি অফিসে ডলার জমা করার করা হয়েছে।

Check Also

খুলনার কথা সাহিত্যিক অধ্যাপক গােলাম মােস্তফা সিন্দাইনির মৃত্যুতে জানিপপ চেয়ারম্যানের শােক

নিজস্ব প্রতিনিধি।। খুলনা অঞ্চলের বরেণ্য কথা সাহিত্যিক, সাংবাদিক ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x