Tuesday , 23 April 2024
শিরোনাম

মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে আবুল হাশেম নির্বাচিত

মনিরুল ইসলাম-মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ নেতা আবুল হাশেম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার সন্ধ্যায় রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু আনছার ভোটের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে আবুল হাসেন ১৫ হাজার ৩০৪ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী নিশান সাবের ৪ হাজার ৫৬৮ ভোট পেয়েছেন। নির্বাচনের অপর প্রার্থী শামিম উদ্দিন ৩ হাজার ৬৩০ ভোট এবং আলফাজ হোসেন ৯৭৭ ভোট পেয়েছেন। নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম পদত্যাগ করায় মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদ শূন্য হয়ে যায়।
শূন্য আসনে সকাল আটটা থেকে সদর উপজেলার ৮৮ টি কেন্দ্রে ভোটদান পর্ব শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোটদান পর্ব চলে। মোট ২ লক্ষ ৯ হাজার ৯৮৩ জন ভোটারের মধ্যে মাত্র ২৪ হাজার ৪৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে আবুল হাশেম (চশমা) প্রতীক নিয়ে ১৫ হাজার ৩০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী নিশান সাবের (মাইক) প্রতীক নিয়ে ৪ হাজার ৫৬৮ ভোট পান। মেহেরপুর সদর উপজেলায় ভোট প্রদানের শতকরা হার১১%৬৫। এদিকে আবুল হাশেম নির্বাচিত হওয়ার পরপরই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Check Also

ফরিদপুরে গ্যারেজ মিস্ত্রিকে হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন

  ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে কামাল ফকির (২৯) নামে এক গ্যারেজ মিস্ত্রিকে হত্যার দায়ে দুই ব্যক্তিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x