আমার আমি
মোঃ বেলাল হোসেন (বুলবুল)
আমি নিঃস্ব নই, আমি পূর্ণ;
আমি ব্যর্থ নই, আমি ধন্য;
আমি ঈর্ষী নই, আমি শুন্য;
আমি আনন্দিত, পরিপূর্ণ!
আমি রুদ্র তাপেও প্রস্ফুটিত;
মনে হতাশা অতি নগণ্য!
আমি বিপদেও থাকি উদ্ভাসিত!
শুধু প্রভুকেই করি গণ্য!
আমি দাম্ভিক কিবা রগচটা নই;
আমি মানুষ অতি সামান্য!
অন্যের হকে আমি লিপ্সিত নই;
জবানকে দেই সদা প্রাধান্য!
যতটুকু আছে মোর তাতেই খুশী;
সদা শুকরিয়া তাহার জন্য!
শত্রুর হাতে আমি দেই না তো রশি;
ভাবি সেটা পাপ নয়, পূর্ণ!
অগোচরে দুই ফোঁটা অশ্রু ঝরিলেও;
প্রভু ছাড়া দেখেনা তো অন্য!
প্রকৃতি সে ঋণ শোধিছে দেখিলেও;
কৃতজ্ঞ, আমি স্বভাবে অনন্য!