লালমনিরহাট প্রতিনিধিঃ মোটর সাইকেলের তেলের ট্যাংক এর ভিতরে থেকে ১৪টি স্বর্ণের বারসহ রবিউল ইসলাম নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে লালমনিরহাট ১৫ বিজিবি। যার বাজারমূল্য এক কোটি চল্লিশ লাখ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে লালমনিরহাট ১৫বিজিবির আওতাধীন কুড়িগ্রাম জেলার কাশিপুর সীমান্তে অভিযান চালিয়ে স্বর্ণসহ ওই পাচারকারীকে আটক করে বিজিবি।
শুক্রবার বিকাল ৫টায় লালমনিরহাট বিজিবি দপ্তরের হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ১৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ১৫ বিজিবি আওতাধীন কুড়িগ্রাম জেলার কাশিপুর সীমান্তের ৯৪২ নং পিলারের নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির টহল দল অভিযান চালায়। এ সময় মোটর সাইকেল যোগে ওই পাচারকারী ব্যক্তি স্বর্ণের বার নিয়ে ভারতের দিকে যাচ্ছিল। পরে বিজিবি সদস্যের উপস্থিতি টের পেয়ে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে টহল দলের সদস্যরা তাকে আটক করে মোটরসাইকেলের তেলের ট্যাংক – এর ভিতর থেকে ১৪০ভরি ওজনের ১৪টি স্বর্ণের বার জব্দ করে। যার বর্তমান বাজার মূল্য এক কোটি চল্লিশ লাখ টাকা। আটক রবিউল কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার ধর্মপুর গ্রামের মজিবর রহমানের ছেলে। পরে আসামিকে রাতেই থানায় সোপর্দ করে বিজিবি।