নিজস্ব প্রতিবেদক।। জুলাই গণুঅভ্যুত্থানের মামলার অন্যতম আসামী, আওয়ামী লীগের সাংসদের ঘনিষ্ট সহচর ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আজিজুল হক সেলিমের দাপটে তটস্থ মৌলভীবাজার জেলা শহর। স্বৈরাচারের এই দোসরকে জেলে থাকার কথা থাকলেও দাপট দেখিয়ে এখন জেলা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হতে চলেছেন তিনি। জেলার পুরো পরিবহন সেক্টর তার নিয়ন্ত্রণে রয়েছে।
জানা গেছে, আগামী ২২ ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলা অটো টেম্পু, অটো রিক্সা, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে কেউ সভাপতি প্রার্থী হতে পারেনি আজিজুল হক সেলিম এর দাপটে। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হতে চলেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমানের পক্ষে ভোট চাওয়ায় জেলা বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিমকে বহিস্কার করে কেন্দ্রীয় বিএনপি। বিগত ৩০ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়। বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে দাপটের সাথে নৌকার পক্ষে কাজ করেন তিনি এবং নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান সাংসদ নির্বাচিত হলে তার দাপট বেড়ে যায় কয়েক গুন। চাঁদাবাজি থেকে শুরু করে এহেন কোন অপকর্ম নেই যা তিনি করেননি। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিপক্ষে গিয়ে দাড়ান তিনি। চার আগস্টের মামলায় অন্যতম আসামী হন বিএনপি থেকে বহিষ্কৃত এবং স্বৈরাচারী হাসিনার দোসর আজিজুল হক সেলিম।
জানা গেছে, কেন্দ্রীয় বিএনপি থেকে বহিষ্কৃত হলেও পাঁচ আগস্টে শেখ হাসিনার পালানোর পর আজিজুল হক সেলিম তার আপন ভাতিজা মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়ার ছত্র ছায়ায় পরিবহন সেক্টরে একক রাজত্ব কায়েম করেন। জুলাই গণঅভ্যুন্থানের মামলায় অন্যতম আসামী হলেও ছাত্রদলের প্রভাবে পুলিশ তাকে গ্রেফতার করেনি। প্রকাশ্যে তিনি জেলার পরিবহন সেক্টর দাপিয়ে বেড়াচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মৌলভীবাজার জেলা পরিবহন শ্রমিক নেতা জানান, বিএনপি থেকে বহিষ্কৃত মৌলভীবাজার জেলার সদর আসনের নৌকার এমপি জিল্লুর রহমানের ঘনিষ্ঠ সহোচর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার অন্যতম আসামী আজিজুল হক সেলিম এখনো শহরে দাপটের সহিত ঘোরাঘুরি করছে। আগে তিনি আওয়ামীলীগের রাজনীতি থাকায় বিভিন্ন জায়গা থেকে চাদা বাজিসহ আরো অনেক অনিয়ম করেছেন। বিগত সরকার পতনের পর তার ভাতিজা জেলা ছাত্রদলের সভাপতি হওয়ায় এখনো অনেক চাদাবাজিকরে যাচ্ছেন। আগামী কিছুদিন পর মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে সেলিম সভাপতি একক প্রার্থী হয়েছেন। ভাতিজা ছাত্রদলের সভাপতি হওয়ায় অন্য কোন প্রার্থীকে সভাপতি পদে দাঁড়াতে দিচ্ছেন না।
এর আগে গত ২৩ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দে মৌলভীবাজার জেলা অটো টেম্পু, অটো রিক্সা, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর ত্রি বার্ষিক নির্বাচনের তফসীল ঘোষণা করা হলে সংগঠনটির বর্তমান সভাপতি মোঃ পাবেল মিয়া উপ-পরিচালক বিভাগীয় শ্রম অধিদপ্তর শ্রীমঙ্গল মৌলভীবাজার বরাবর “একতরফা পাতানো নির্বাচন বাতিল ও গ্রহনযোগ্য নির্বাচনের ব্যবস্থা” করার দাবিতে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, “আমি মোঃ পাবেল মিয়া বর্তমান সভাপতি মৌলভীবাজার জেলা অটো টেম্পু, মিশুক, সিএনজি, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং (চট্ট ২৩৫৯)। অতএব মহোদয় অত্র ইউনিয়নের স্বপক্ষে আমার কার্যক্রম বিদ্যমান থাকা অবস্থায় আমার পরিষদের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম তাহার ব্যাক্তি ফায়দা হাসিল এর জন্য বর্তমান দেশের এই ক্রান্তি সময়ের সুবিধা ভোগের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে অবৈধ পন্থায় একটি ভুয়া পাতানো নির্বাচনের জন্য পায়তারা চালিয়ে আসছে। যার প্রতিফলন ইউনিয়নের বৈধ সদস্যদেরকে ভোটার তালিকার অন্তর্ভূক্ত না করা সহ পরিষদের সভাপতির মতামতের সিদ্ধান্তের বাহিরে তার নিজস্ব পছন্দের ব্যাক্তি দ্বারা অবৈধভাবে ভুয়া ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে একটি মনগড়া ভুয়া নির্বাচন হাসিলের লক্ষে প্রস্তাবিত একটি নির্বাচন উপ-পরিষদ গঠনের উপেক্ষা ছাড়াই তাহার সুসম্পর্কিত ব্যক্তিদেরকে নিজস্বার্থে পাতানো নির্বাচন পরিচালনা করার জন্য একক সিদ্ধান্তে মনগড়া ভাবে দ্বায়িত্ব প্রদান করার ফলে গত ২৩/০১/২০২৫ ইং তারিখে অত্র ইউনিয়নের নাম ব্যবহার করে গঠনতন্ত্র বিরোধী একটি অবৈধ তফসিল ঘোষণা করা হয়েছে মর্মে আমি বিশ্বস্থ সুত্রে জানতে পেরে একখানা ভুয়া ঘোষিত তফসিল সংগ্রহ করে মহোদয়ের সদয় অবগতির জন্য পত্রে সংযুক্ত করা হল। অতএব, অবৈধ তফসিল ঘোষনার জেরে সাধারন সদস্যগণের মধ্যে খুব বিরাজমান ও সহিংসতা বহিঃপ্রকাশের সম্ভাবনা তাই মহোদয়ের প্রতি আমার আকুল আবেদন, বিষয়টি আমলে নিয়ে কাগজে কলমে আনয়ন অভিযোগের সঠিক তদন্ত সহকারে ভুয়া তফসিলের ঘোষিত নির্বাচন বাতিল করন সহ একটি সচ্ছ ভোটার তালিকা প্রনয়নের মাধ্যমে সকলের অংশগ্রহণমূলক অবাধ ও গ্রহনযোগ্য একটি নির্বাচনের সুব্যবস্তা গ্রহনে যেন আপনার সুমর্জি হয়।”
এ বিষয়ে বিভাগীয় শ্রম অধিদপ্তর, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের উপ-পরিচালক মোঃ হাফিজ আহাম্মদ মজুমদার বলেন, ‘গত মাসের ২৮ তারিখে আমি যোগদান করেছি। বিষয়গুলো জানিনা ঠিক। দেখতে হবে ফাইলে আছে কি না। যদি আমাকে আবার নতুন করে লিখিত অভিযোগ দেয়া হয় তাহলে সুবিধা হয় কাজের।’
জানা গেছে, শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ৪ আগস্ট দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজ থেকে প্রায় ৫০০ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের চৌমোহনায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা পরস্পরের যোগসাজশে দেশি অস্ত্রসহ শিক্ষার্থীদের ওপর হামলা করেন। এ সময় গুলিবর্ষণও করা হয়েছে। দেশি অস্ত্র ও গুলিতে শতাধিক শিক্ষার্থী আহত হন। আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে গিয়ে তাদের উপর হামলার নেতৃত্ব দেওয়াদের মধ্যে অন্যতম ছিল