Tuesday , 23 April 2024
শিরোনাম

ম্যারাডোনার ‘হাত দিয়ে গোলের’ বল ২৫ কোটি টাকায় বিক্রি

দিয়েগো ম্যারাডোনা জীবনে তো আর কম গোল করেননি। ঝলক দেখিয়ে পৃথিবীকে স্তব্ধ করে দেওয়া গোলও অনেক আছে।

তবুও যেন আলাদা ১৯৮৬ সালের ম্যাক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করা তার গোল। পরে যেটি খ্যাতি পেয়েছে ‘হ্যান্ড অব গড’ নামে।

কয়েকদিন পরই আরেকটি বিশ্বকাপ শুরু হচ্ছে। ম্যারাডোনা এবার নেই। তবে তার স্মৃতি তো আছে। আর্জেন্টাইন কিংবদন্তির ‘হ্যান্ড অব গডে’র সেই গোলের বলটি নিলামে তোলা হয়েছে। বিক্রির টাকার অঙ্ক শুনলে আপনার চোখ কপালে উঠতে পারে- ওই ফুটবলটির দাম ২৪ মিলিয়ান ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৫ কোটি টাকা।

বলটির মালিকানা কার কাছে ছিল, এটাও খানিকটা অবাক করার মতো। তিউনিশয়ান রেফারি আলি বিন নাসের সেদিন বুঝতে পারেননি হাত দিয়ে বল জালে জড়িয়েছেন ম্যারাডোনা। বলের মালিকানা ৩৬ বছর ধরে তারই।

লন্ডনের গ্রাহাম বড অ্যাকশনে দুই মিলিয়ন ভিত্তিমূল্যে নিলামে তোলা হয় বলটি। নাসের আশা প্রকাশ করেছেন, বলের নতুন মালিক এটিকে সবার জন্য উন্মুক্ত রাখবেন। তার কাছে মনে হয়েছে, পৃথিবীর সঙ্গে ম্যারাডোনার স্মৃতিকে ভাগাভাগি করার এটাই সেরা সময়।

Check Also

প্রেমের টানে বান্ধবীকে বিয়ে করতে টাঙ্গাইলে ছুটে গেলেন কিশোরগঞ্জের তরুণী!!!!!!

টাঙ্গাইলের গোপালপুরের এক তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় কিশোরগঞ্জের এক তরুণীর। সেই পরিচয় থেকে তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x