নেদারল্যান্ডসকে হারিয়ে কাতার ব্শ্বিকাপের সেমিফাইনালে ওঠে গেছে আর্জেন্টিনা। হাড্ডাহাড্ডি লড়াইটির ফল নির্ধারন হয় টাইব্রেকারে। যেখানে শেষ হাসি হাসে লিওনেল মেসিরা।
ম্যাচের পর নিজ দেশের কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে স্মরণ করেন মেসি। দুই বছর আগে যিনি পাড়ি দিয়েছেন না ফেরার দেশে।
বেঁচে থাকলে নিশ্চিতভাবেই আর্জেন্টিনা দলের খেলা উপভোগ করতে কাতারের স্টেডিয়ামগুলোতে থাকতেন ম্যারাডোনা। প্রতিবার এমনটাই হয়ে এসেছে। ২০১০ আসরে তো ম্যারাডোনা কোচ হিসেবেই ছিলেন।
কিন্তু এবার তো পৃথিবীতেই নেই। মেসি অবশ্য মনে করেন ম্যারাডোনা সব সময় তাদের ছায়াসঙ্গী হয়েই আছেন। স্বর্গ থেকে সব দেখছেন সব।
ডাচদের হারানোর পর ম্যারডোনা বলেন, ‘ডিয়েগো (ম্যারাডোনা) আমাদের স্বর্গ থেকে দেখছেন, আমাদের অনুপ্রেরণা জোগাচ্ছেন। বিশ্বকাপের শেষ পর্যন্তও এটা একই রকম থাকবে।’
চলতি আসরে এর আগেও ম্যারাডোনাকে স্মরণ করেছেন মেসি। বলেছিলেন, ‘ম্যারাডোনা সব সময় আর্জেন্টিনাকে ভালোবাসতেন। সব সময় আমাদের সঙ্গে ছিলেন, এখনো আমাদের সঙ্গেই আছেন।’
শুক্রবার লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডের মধ্যেকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে স্কোরলাইন ছিল ২-২। এরপর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানের জয়ে তুলে নেয় আর্জেন্টিনা।