নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহে অপপ্রচারমূলক পোষ্টার করার অভিযোগে গ্রাফিক্স ডিজাইনার শামীম আশরাফকে আটক করেছে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ।
রোববার রাত আনুমানিক দশটার দিকে নগরের আঠারোবাড়ি বিল্ডিং এলাকায় অবস্থিত শামীম আশরাফের ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্রাফিটি’ থেকে তাঁকে আটক করা হয়।
তার বিরুদ্ধে অভিযোগ, অপ্রচারমূলক পোস্টার ডিজাইনের মাধ্যমে তিনি ময়মনসিংহ সিটি করপোরেশন ও মেয়রের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।
কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র ইকরামুল হক টিটুকে নিয়ে পোস্টার তৈরি করা নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ কারণে শামীমকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, গ্রাফিক ডিজাইনার শামীম আশরাফকে সোমবার ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে জামিন শুনানী না হওয়ায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।