আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ থেকেঃ ৯ মে বিকালে ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলনকক্ষে জনশুমারী ও গৃহগণনা বিষয়ক মতবিনিময় কর্মশালা ও পাইলটিং কার্যক্রমের শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম.এ মান্নান এমপি। ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শাহনাজ আরেফিন এনডিসি,সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, ইকরামুল হক টিটু,মেয়র,ময়মনসিংহ সিটি কর্পোরেশন, মোহাম্মদ তাজুল ইসলাম,মহাপরিচালক,বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো,ব্যারিস্টার মো: হারুন অর রশিদ বিপিএম, ডিআইজি,ময়মনসিংহ রেন্জ,ময়মনসিংহ,মোহাম্মদ এনামুল হক,জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট,ময়মনসিংহ।
অনুষ্ঠানের এক পর্যায়ে জনশুমারী ও গৃহগণনা বিষয়ে মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,ময়মনসিংহ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।