আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে ময়মনসিংহের তরুন সমাজকে মাদকমুক্ত রাখতে,তরুণ সমাজের উদ্দীপনা সৃষ্টি করতে ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট, ২০২২-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ভিত্তিক টিম গঠন করে, জেলা ক্রীড়া সংস্থার সহযোহিতায় শুক্রবার (৪ঠা মার্চ)বিকালে স্থানীয় স্থানীয় রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্ভোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।
ময়মনসিংহের জেলা প্রশাসক এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ জাহাঙ্গীর আলম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), ময়মনসিংহ (অতিরিক্ত দায়িত্ব) পারভেজুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কান্তি চক্রবর্তী।
আরও উপস্থিত ছিলেন,ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলএও) এলএ মাহমুদা হাসান ,সহকারি কমিশনার ( এস. ডি. জি বিষয়ক পরিসংখ্যান সেল, মুজিব বর্ষ সেল ও প্রটোকল অফিসার-২) সাধারণ মনোরঞ্জন বর্মনসহ স্থানীয় রাজনৈতিক অতিরিক্ত পুলিশ সুপার,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন,উপজেলা নির্বাহী অফিসার ( সদর) সহ ময়মনসিংহ জেলার অন্যান উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি অধ্যাপক এ কে এম দেলোয়ার হোসেন মুকুল।