যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে আসার প্রস্তুতি নিচ্ছেন।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, এমন খবর জানার পর যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় চিঠি দিয়েছে চীন।
সোমবার বিষয়টি স্বীকার করেছে এশিয়ার সুপার পাওয়ার চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, তারা চিঠি পাঠিয়েছেন।
এ ব্যাপারে একটি মিডিয়া বিফ্রিংয়ে ঝাও লিজিয়ান বলেন, চীনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে বেশ কয়েকবার জানিয়েছেন ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের বিরোধীতা করেন তারা। আমরা প্রস্তুত আছি।
তিনি আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র তার মতো চলে। তাহলে চীন তার জাতীয় সার্বভৌমতা এবং এর অঞ্চলের অখণ্ডতা বজায় রাখতে কঠোর ও বলপ্রয়োগ পন্থা গ্রহণ করবে। এরপর যদি খারাপ কিছু ঘটে তাহলে যুক্তরাষ্ট্রকে এর পুরো দায় নিতে হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান রাশিয়া বিষয় নিয়েও কথা বলেছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন, সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকদের তালিকায় রাশিয়াকে অন্তর্ভুক্ত করার জন্য কাজ না করে শান্তির জন্য রাশিয়া-ইউক্রেনীয় সংলাপের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সহায়তা করা উচিত।
সূত্র: আল আরাবিয়া, টাস নিউজ