কে হচ্ছেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী? ব্রিটেনসহ সারা বিশ্বেই এটি এখন আলোচনা প্রধান একটি বিষয়।
এখন পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে প্রধানত দুজনকেই দেখা যাচ্ছে- মাত্র তিন মাস আগে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও সাবেক চ্যাঞ্চেলর ঋষি সুনাক। তবে এ দুজনের বাইরে পেনি মরডন্তের নামও শোনা যাচ্ছে।
মাত্র ৪৫ দিনের মাথায় ২০ অক্টোবর প্রধানমন্ত্রী লিজ ট্রাস পদত্যাগে বাধ্য হন। তারপর থেকেই জল্পনা-কল্পনা চলছে কে হতে চলেছেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী।
তো, কীভাবে নির্বাচন করা হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী?
প্রাথমিকভাবে আগ্রহী প্রার্থীদের কমপক্ষে ১০০ জন দলীয় (কনজারভেটিভ) এমপির সমর্থন প্রয়োজন। সোমবার দুপুরের মধ্যেই আগ্রহী প্রার্থীকে কমপক্ষে ১০০ জন দলীয় এমপির সমর্থন দেখাতে হবে।
যদি মাত্র একজন প্রার্থী ১০০ জন এমপির সমর্থন জোগাড় করতে সমর্থ হন তাহলে তিনিই হবেন দলীয় নেতা ও পরবর্তী প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে আর এমপি ও দলীয় সদস্যদের ভোটাভুটির প্রয়োজন হবে না।
যদি দুইয়ের অধিক প্রার্থী ১০০ জন এমপির সমর্থন আদায়ে সফল হন তাহলে দলীয় (কনজারভেটিভ) এমপিরা ভোটাভুটির মাধ্যমে সবচেয়ে কম ভোট যিনি পাবেন তাকে বাদ দেবেন।
এভাবে প্রার্থীর সংখ্যা দুইজনে নেমে আসার পর এমপিরা আবার তাদের পছন্দ বাছাই করবেন। এরপর দলীয় সদস্যরা অনলাইনে ভোট দেবেন।
সবার ভোট হিসেব করে যিনি জয় হবেন তিনিই হবেন দলীয় নেতা ও পরবর্তী প্রধানমন্ত্রী।
আগামী শুক্রবারের মধ্যে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
সূত্র: বিবিসি