রংপুর ব্যুরোঃ রংপুরে বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের পরিবারে উদ্যোগে ও কাউন্সিলর তৌহিদুল ইসলাম সমর্থক গোষ্ঠির ব্যাবস্থাপনায় রংপুর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের মেধাবী শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদানের লক্ষে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। গত রবিবার রাতে ৯টায় নগরীর মুলাটোলা পুলিশ কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় বিশিষ্ট সমাজ সেবক মোঃ শাহাজাহান হকের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ তৌহিদুল ইসলাম। বিষেশ অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ রমজান আলী তুহিন, ২০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রায়হান , ২০ নং ওয়ার্ড কমউিনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক রাজু, শুভ রঞ্জন দেব বাবলু, সমাজ সেবক শওকত হোসেন বিপু, আমিনুর রহমান মিঠু, সিরাজুল ইসলাম, মোস্তাক আহমেদ, ইসমাইল হোসেন সাজু, জাকির হেসেন লিপু, নাহিদ হাসান, হজরত আলী ছোটন, রেজাউল করিম, এলিজ সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিশিষ্ঠ শিল্পী উৎপল দে বাপ্পী। সভায় প্রধান বক্তা রসিকের প্যানেল মেয়র মোঃ তৌহিদুল ইসলাম বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সকলে পরামর্শে মোতাবেক ২০ নং ওয়ার্ডে অবস্থিত যে সকল উচ্চবিত্ব, মধ্যবিত্ব ও নিম্নবিত্ব পরিবারের ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরিক্ষায় ভালো ফলাফল প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদান করা হবে। এছাড়া প্রতি বছরেই এই শিক্ষা বৃত্তি প্রদান কার্যক্রম চালু থাকবে। এই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে সকলের উপস্থিতিতে ২০ নং ওয়ার্ডের মেধাবী শিক্ষার্থীদের নাম তালিকা ও যাচাই বাছাইয়ের জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। নব গঠিত কমিটির আহবায়ক এ্যাড. মাসুম হাসান, যুগ্ম আহবায়ক ডাঃ নিখিলেন্দু শংকর গুহ রায়, সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রাজু মাস্টার সহ ২১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।