রংপুর ব্যুরোঃ বাংলাদেশে সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারিদের সরকারি কলেজে বেসরকারি কর্মচারিদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তরসহ ৩ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে রংপুর সরকারি কলেজের কর্মচারিবৃন্দ। গতকাল আজ মঙ্গলবার দুপুরে সরকারি কলেজের মূল ফটকের সামনে সরকারি কলেজে বেসরকারি কর্মচারি ইউনিয়নের কলেজ শাখা’র সভাপতি সাখাওয়াত হোসেন বাবু’র সভাপতিত্বে কর্মবিরতিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আমিনুল রহমান নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় গোপাল চন্দনসহ অন্যরা। বক্তারা বলেন, আমরা একটি সরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেও নিজেদের পরিচয় দিতে পারি না। আমাদের কেউ বলে খণ্ডকালীন আবার কেউ বলে মাস্টাররোল। মানুষ গড়ার কারিগর শিক্ষকদের বলা হলেও এতে আমাদেরও অবদান রয়েছে। আমরা বিভিন্নভাবে শিক্ষার্থীদের সহযোগিতা করে থাকি। কিন্তু দিন শেষে সমাজে আমাদের যথাযোগ্য মর্যাদা নেই। নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ছে, সে পর্যায়ে মাসে ৮ হাজার টাকা বেতনে বউ-বাচ্চা নিয়ে কিভাবে চলব সেই পথ আমরা দেখিনা। কর্মবিরতিতে বেসরকারি কর্মচারিদের সরকারি কলেজে বেসরকারি কর্মচারিদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তর ও এর পূর্ববর্তী পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা প্রদান এবং অস্থায়ীভাবে কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধের দাবি জানানো হয়।