Wednesday , 17 April 2024
শিরোনাম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে যৌথ মতবিনিময় সভা

রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ
২৬ জুলাই ২০২২ (মঙ্গলবার) রাত ৮:০০ ঘটিকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের সভাকক্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম- এর সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী, বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ফখরুল ইসলাম, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল জনাব হাসিবুল ইসলাম, শাহজাদপুর পৌরসভার মেয়র জনাব মনির আক্তার খান তরু লোদী, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শাহিদ মাহমুদ খান এবং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান।

এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ৩০ জুলাই ২০২২ তারিখ অনুষ্ঠিতব্য ‘এ-ইউনিট’-এর গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে শাহজাদপুরে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আবাসন সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শহরের ট্রাফিক জ্যামসহ বিভিন্ন বিষয় নিয়ে তাঁর পর্যবেক্ষণ তুলে ধরেন। এসময় উপস্থিত সকলেই ৩০ জুলাই গুচ্ছ ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে একমত পোষণ করেন।

Check Also

যুক্তরাষ্ট্র প্রবাসি জাবেদ আহমদ এর উদ্যোগে সিলেটে ২লক্ষ টাকার টিন বিতরণ

যুক্তরাষ্ট্র প্রবাসি ও সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রবাসী সদস্য জাবেদ আহমদ এর উদ্যোগে সিলেট নগরীর ৩৯নং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x