Saturday , 20 April 2024
শিরোনাম

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে Accreditation Process: A New Challenge শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

অদ্য ২৮ জুলাই ২০২২ তারিখ বেলা দশটায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে Accreditation Process: A New Challenge শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে Keynote Speaker হিসেবে উপস্থিত ছিলেন Bangladesh Accreditation Council এর সদস্য প্রফেসর ডক্টর গোলাম শাহি আলম। সেমিনারে Keynote Speaker প্রফেসর ডঃ গোলাম শাহি আলম Bangladesh National Qualification Framework এর আলোকে উচ্চ শিক্ষার মান উন্নয়ন ও কারিকুলাম প্রণয়ন এবং Standard and criteria for accreditation বিষয়ক বিশদ আলোচনা করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিওটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডঃ মোহাম্মদ জহুরুল ইসলাম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ এর ডিন প্রফেসর ডঃ মো. শহীদুর রহমান, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর নুরুদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর ইসমত আরা খাতুন এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবং কারিকুলাম প্রণয়নের সাথে সংশ্লিষ্ট শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Check Also

ওমরাহ থেকে ফেরার সময় নির্ধারণ করে দিল সৌদি আরব

হজ শুরুর আগে যারা ওমরাহ পালন করতে গিয়েছেন তাদের ফিরে যাওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x