যথাযোগ্য মর্যাদায় কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকাল দশটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শোকর্যালি কুষ্টিয়া শহরের মধ্য দিয়ে কুষ্টিয়া সরকারি কলেজ চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শোকর্যালি শেষে ক্যাম্পাসের রবীন্দ্র মঞ্চে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইসমত আরা খাতুনের সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর নূর উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর কুষ্টিয়ায় স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল জলিল। আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও ১৫ আগস্ট ২০২২ উদযাপন কমিটির আহবায়ক জনাব এস এম হাসিবুর রশিদ তামিম। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব মো. এমদাদ উল হক, বাংলা বিভাগের প্রভাষক ও রোভার স্কাউটস এর সম্পাদক জনাব এম এ গাফফার মিঠু। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদিয়া মেহজাবিন রোজা, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী জায়েদ আদনান, সজীব আহমেদ ও বাংলা বিভাগের শিক্ষার্থী মোঃ মাহফুজ আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের শিক্ষার্থী গুলশানা আরা গোধূলী। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ইইই বিভাগের প্রভাষক মো. নুরুল ইসলাম। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।