যথাযোগ্য মর্যাদায় কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।
সকাল ১০:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মূল মঞ্চে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, প্রফেসর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শোভাযাত্রা বের হয়ে শেষে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে শেষ হয়। এসময় স্বাধীনতা স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়।
সকাল ১১:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মূল মঞ্চে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যায়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শাহজান আলী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উপদেষ্টা প্রফেসর ড. আ.ন.ম. রেজাউল করিম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আলী এবং ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর নূর উদ্দীন আহমেদ।
আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন কৃষি বিভাগের প্রভাষক জনাব হাসিবুল হাসান ও পবিত্র গীতা থেকে পাঠ করেন বাংলা বিভাগের শিক্ষার্থী শ্রী সুব্রত বিশ্বাস। অনু্ষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক জনাব মোফরাদ হোসেন।
আলোচনা সভা শেষে স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী ও সকল শহীদদের জন্য দোয়া পরিচালনা করেন কৃষি বিভাগের প্রভাষক জনাব হাসিবুল হাসান। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।