Thursday , 25 April 2024
শিরোনাম

রমজানে বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: টিপু মুনশি

রংপুর ব্যুরোঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমুল্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে থাকবে বলে হুশিয়ারী দিয়েছেন বানিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি।  তিনি আরো বলেন, রমজানে দুইবার টিসিবির পণ্য দেয়া হবে, যাতে মানুষের কোন সমস্যা না হয়। এসময় টিসিবির কার্ড কিংবা পণ্য বিতরণে কোন অনিয়ম হলে সাথে সাথে ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি। আজ রোববার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে রংপুর ক্রিকেট গার্ডেন সংলগ্ন মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মাসব্যাপী শিল্প বানিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বানিজ্য মন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুৎ এর দাম বাড়ায় দ্রব্যমুল্যের স্বাভাবিকভাবেই কিছুটা বাড়বে। দীর্ঘদিন ভুর্তুকি দিয়ে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তারপরও সব বিষয় মাথায় রেখে আলোচনা চলছে। সমাধান আসবে। তবে বিশ্বের বর্তমান অবস্থা অনুযায়ী আমরা ভালো আছি।  অনুষ্ঠানে উদ্বোধনী আলোচনায় চেম্বার প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিসি ক্রাইম) আবু মারুফ হোসেন, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ারুল ইসলাম, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি মঞ্জু আহমেদ আজাদ, রংপুর চেম্বারের পরিচালক ও মেলা উপ কমিটির যুগ্ম আহবায়ক  জাভেদ হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, চেম্বারের শিল্প উদ্যোক্তা ও উন্নয়ন উপ-পরিষদের সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধিজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।  উল্লেখ্য, মেলায় বিভিন্ন পণ্যের ১৯৬ টি স্টলের পাশাপাশি মেলায় আগত দর্শনার্থীদের জন্য চিত্ত বিনোদনের ব্যবস্থা রয়েছে।

Check Also

তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার সম্মুখীন দেশের এক কোটি ১৯ লাখ মানুষ

তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার সম্মুখীন হতে পারে দেশের এক কোটি ১৯ লাখ মানুষ (গবেষণার আওতায় আসা ব্যক্তিদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x