পবিত্র রমজান মাসকে সামনে রেখে সরকার দেশের এক কোটি গরিব মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে ছয়টি পণ্য সরবরাহ করবে বলে জানিয়েছে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পণ্যগুলো হলো—পেঁয়াজ, তেল, ডাল, চিনি, খেজুর ও ছোলা।
রোববার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, তারা চিন্তা করেছিলেন এর আগে যে ৫০ লাখ দুস্থ মানুষকে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছিল, তাদের কাছে সাশ্রয়ী মূল্যে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া যায় কি না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ৫০ লাখ নয়, ১ কোটি মানুষের জন্য সেই ব্যবস্থা করে দিতে। রমজান মাস সামনে রেখে সরকারিভাবে এই কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হবে।
এ সময় আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বাড়ার কারণে দেশেও তেলের দাম বাড়ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।