Friday , 29 March 2024
শিরোনাম

রমজানে ২২ দেশে ১০ লাখ কোরআন বিতরণ করবে সৌদি আরব

সৌদি আরবের বাদশাহ সালমান রমজান মাসে ১০ লাখ কপি কোরআন শরীফ বিদেশে বিতরণের জন্য অনুমোদন দিয়েছেন।

কপিগুলোর মধ্যে থাকবে কোরআনের বিভিন্ন আকারের কপি এবং ৭৬টিরও বেশি ভাষায় অনুবাদ।

মদিনার বাদশাহ ফাহদ গ্লোরিয়াস কুরআন প্রিন্টিং কমপ্লেক্স দ্বারা মুদ্রিত কপিগুলি ২২টি দেশের ইসলামিক কেন্দ্রগুলোতে দেওয়া হবে।

রমজানের সময়মতো পৌঁছানোর নিশ্চয়তা দেওয়ার জন্য পবিত্র গ্রন্থের কপি পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে। দেশটির ইসলামি অ্যাফেয়ার্স , দাওয়াত ও নির্দেশনা বিষয়ক মন্ত্রী শেখ ডক্টর আবদুললাতিফ বিন আবদুল আজিজ আল-শেখ এ তথ্য জানিয়েছেন। খবর আরব নিউজ।

Check Also

সর্বনিম্ন ফিতরা ৯৫ টাকা

রাজশাহীতে এ বছর সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ৯৫ টাকা। এছাড়া সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x