লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজান উপজেলায় অগ্নিকাণ্ডে মালামালসহ দোকান পুড়ে নিঃস্ব হয়ে পড়া মো. আবছার সওদাগর উপহার হিসেবে পেলেন নতুন পাকা দোকান।অগ্নিকাণ্ডের ঘটনার পর রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপির নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শনে যান রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। সে সময় তিনি পাকা দোকানঘর নির্মাণের আশ্বাস দেন। আস্বাস অনুযায়ী নির্মাণ করে দেওয়া হয় পাকা দোকান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাউজান পৌরসভার অর্থায়নে দোকান উপহার দেওয়া হয়। ১৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে রাউজান পৌরসভার ৮নম্বর ওয়ার্ডে গিয়ে দোকানের সত্ত্বাধিকারী আবছার সওদাগরকে নিয়ে ফিতা কেটে দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাবের হোসেন, মো. আলমগীর, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন,ওয়াহেদ বাবলু, বেলাল হোসেন সিফাত, আরফানুল ইসলাম আবির, মিজানুর রহমান। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।