Thursday , 28 March 2024
শিরোনাম

রাউজানে ইউ‌নিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহ‌ফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণের মধ্যেদিয়ে ফারাজ করিমের জম্মদিন পালন

লোকমান আনছারী রাউজান প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলায় উর‌কিরচর ইউ‌নিয়ন আওয়ামী লীগের উদ্যোগে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি’র জৌষ্ট পুত্র তরুন সমাজের প্রতিনিধি ফারাজ করিম চৌধুরীর শুভ জন্মদিন উপলক্ষে আ‌লোচনা সভা, দোয়া মাহ‌ফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি হযরত রুস্তম শাহ (রাঃ) দাখিল মাদ্রাসা ও এতিম খানায় সংগঠনের সভাপতি সাবেক চেয়ারম্যান এস এম আবদুল মজিদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্টা‌নে প্রধান‌ অতি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন রাউজান উপ‌জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক কফিন উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম‌্যান আলহাজ্ব নুর মোহাম্মদ।প্রধান বক্তা হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন উর‌কিরচর ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক মোঃ শ‌ফিউল আলম। এ‌তে বক্তব‌্য রা‌খেন আওয়ামী লীগ নেতা হাজী রফিক সওদাগর, আলী আকবর,সেলিম উ‌দ্দিন চৌধুরী মিয়া,, আলহাজ্ব মো: আইয়ুব, মো: সরওয়ার আলম,তাপস বড়ুয়া, ‌আ‌নোয়ার‌ আজম,এস এম জাহাঙ্গীর আলম সুমন, উৎপল মহাজন অরুন,কফিল উদ্দিন, যুব‌নেতা ও ইউ‌পি সদস‌্য শেখ ম‌নিরুল ইসলাম, ইউ‌পি সদস‌্য মো: সাজ্জাদ শাহ, ইউ‌পি সদস‌্য আরমান হোসেন,কাউছার আলম, যুব‌নেতা শহিদুল ইসলাম আলম,মোঃ সোলায়মান,আমিনুল ইসলাম জনি,দ‌ক্ষিন রাউজান থানা ছাত্রলী‌গের ভারপ্রাপ্ত সভাপ‌তি মো: জা‌হেদুল আলম,ছাত্রনেতা নাজমুল রায়হান,মো: নোমান,মোঃ বেলাল,আরমান শাহ,
রসুল মিয়া,সৈয়দ মোহাম্মদ,আব্দুলাহ আল আরাফাত,মোঃ রাকিব,সহ আ‌রো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্টানে মিলাদ,কিয়াম ও মোনাজাত করা হয়।পরিশেষে শতাধিক এতিমদের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করা হয়।
বক্তারা বলেন,রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী এম পি’র সূযোগ্য সন্তান বর্তমান সময়ের দেশের উদীয়মান তরুণ রাজনীতিবীদ ফারাজ করিম চৌধুরী বিগত এক দশক ধরে এলাকায় সম্পৃক্ত হবার পর হতে জনগনের মাঝে দারুণ সাড়া জাগিয়েছেন।নিজেকে রাজনীতিবিদের পাশাপাশি একজন সমাজকর্মী হিসেবে সমাজের অবহেলিত মানুষের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন।ফারাজ করিম চৌধুরী একজন স্বপ্নবাজ তরুন।যিনি স্বপ্ন দেখেন মানুষের জন্য,একটি সুন্দর সমাজ গড়ার জন্য।এমন প্রসংশনীয় কর্মকান্ড কে উৎসাহিত করা আমাদের নৈতিক দায়িত্ব।

Check Also

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়ায় চলবে ১৫ ফেরি ও ২০ লঞ্চ

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরে যাত্রী ও যানবাহন পারাপারে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x