লোকমান আনছারী রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান উপজেলায় উরকিরচর ইউনিয়নে হারপাড়া এলাকায় কৃষি জমি ভরাট করে মুছা ও হাবিব নামের দু ব্যক্তি । কৃষি জমি ভরাট করার সচিত্র সংবাদ পত্রিকায় প্রকাশিত হলে প্রশাসন সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের টনক নড়ে উঠে । রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির দিক নির্দেশনা অনুযায়ী উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল ও ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ মনিরুল ইসলামের সহযোগীতায় শ্রমিক দিয়ে কৃষি জমিতে টিনের ঘেরাও তুলে দেয় । কৃষিজমি ভরাট করা মাটি কৃষিজমি থেকে তুলে ফেলে কৃষিজমি অবমুক্ত করে কৃষিজমি চাষাবাদের উপযোগী করে তোলে। রাউজানে সরকারী নির্দেশনার পাশপাশি রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপির কঠোর অবস্থান আছে কোন কৃষিজমি ভরাট ও খনন করা যাবেনা ।কোন কৃষি জমি অনাবাদী রাখা যাবেনা ।