Thursday , 28 March 2024
শিরোনাম

রাউজানে কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জন্য ৯০ টাকার ভাড়া কমিয়ে ৫০ টাকায় নির্ধারণ পরিক্ষার্থীরা পাবে বিনামূল্যে বাস সার্ভিস

লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:

চট্টগ্রাম-রাঙামাটি সড়কের যাত্রীবাহী বাসে রাউজানের ও রাঙ্গামাটি সরকারি কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য ৯০ টাকার ভাড়া থেকে ৪০ টাকা কমিয়ে ৫০টাকা নির্ধারণ করেছে মোটর মালিক সমিতি। ১৮ সেপ্টেম্বর রবিবার দুপুরে রাউাজন জলিল নগরস্থ চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১ অক্টোবর থেকে এ ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ হোসেন কোম্পানী। তিনি বলেন, তরুন রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীর আহবানে সাড়া দিয়ে রাউজান থেকে রাঙামাটি ভাড়া ৯০টাকা হলেও শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হবে ৫০ টাকা। এছাড়া পরীক্ষা চলাকালীন সময়ে সম্পূর্ণ বিনামূল্যে যাত্রীসেবা প্রদান, রাউজান থেকে চট্টগ্রাম নগরীর টাইগারপাস পর্যন্ত যাতায়াত ভাড়া ৭০ টাকা থেকে কমিয়ে ৬৫ টাকা করা হয়েছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাঙামাটি সরকারি কলেজে পড়ুয়া রাউজানের শিক্ষার্থীরা। তরুন রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী ও চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির নেতৃবৃন্দের নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। সভায় চট্টগ্রাম রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ হোসেন কোম্পানির সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুর রহমান, সহ-সভাপতি জাবের আহম্মেদ, যুগ্ম সম্পাদক মো. মনছুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম চৌধুরী, সহ- সম্পাদক কাজী জামাল, সাংগঠনিক সম্পাদক নবীদুল আলম, লাইন কন্ট্রোলার মো. হারুন, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সিনিয়র সহ-সভাপতি মঈনুদ্দিন জামাল চিশতি, অর্থ সম্পাদক তারেক হাসান, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক শরীফুল আলম প্রমূখ।

Check Also

যত জঙ্গি ধরেছি, তাদের কেউ মাদ্রাসার ছাত্র নন: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবিরোধী অভিযানে যত জঙ্গি ধরেছি, তার মধ্যে কেউই মাদ্রাসার ছাত্র নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x