লোকমান আনছারী রাউজান প্রতিনিধি
হিন্দুর্ধমালম্বীদের মনসা পূজাকে সামনে রেখে রাউজানে জমে উঠেছে পাঠাঁ ছাগলের বাজার। উপজেলার কয়েকটি বড় বাজার পরিদর্শন করে দেখা গেছে ছোট, বড় ও মাঝারি সাইজের পূজার বলির পাঠাঁ বাজার সয়লাব হয়েছে। ক্রেতা ও বিক্রেতাদের মাঝে দর কষাকষি করে অনেকে কিনছেন পাঠাঁ। আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে মনসা দেবীর পূজা। সনাতন ধর্মের লোকজনের বিশ্বাস মনের পশুত্ব বলি দিয়ে পূজায় আত্বশুদ্ধি হওয়া যায়। পাঠাঁ বলিদানের মাধ্যমে অপমৃত্যু ও কঠিন বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। জানা গেছে, মনসা পূজা উপলক্ষে রাউজানে তিনটি বড় অস্থায়ী বাজার বসে। এছাড়া ছোট ও মাঝারি ৮/১০টি বাজার হয় পূজা উপলক্ষে। হাসিল ছাড়া সবচেয়ে বড় অস্থায়ী হাট বসে রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের চারা বটতল বাজার। সেখানে প্রতি বছর দুর দুরান্ত থেকে লোকজন এসে ছাগল ক্রয় বিক্রয় করে থাকে। এছাড়া ফকির হাট বাজার ও নোয়াপাড়া চৌধুরী হাট ছাগলের জন্য বিখ্যাত হাট। তিনটি বড় বাজারে এক লাখ থেকে তিন লাখ টাকা দামে পষর্ন্ত পাঠাঁ বিক্রি হয়েছে। বিনা হাসিলে চারা বটতল বাজার পরিচালনা প্রসঙ্গে পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী জানান, উত্তর চট্টগ্রামে সর্ববৃহত্তম হাসিল বিহীন বাজার চারা বটতল হাট। ক্রেতা বিক্রেতাদের পছন্দের বাজার হিসাবে এ বাজার জমজমাট হয় রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপির নির্দেশে এ বাজার নিরাপদ ও সুরক্ষিত।