লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজান উপজেলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস’ পালিত হয়েছে।১২ ডিসেম্বর সোমবার রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।ডিজিটাল বাংলাদেশ দিবস রাউজান উপজেলা পরিষদ হলে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার সফলভাবে বাস্তবায়নের পর এখন নতুন কর্মসূচি স্মার্ট বাংলাদেশ নিয়ে এগিয়ে যাচ্ছি। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি- এ চার মূলভিত্তির ওপর গড়ে উঠবে ২০৪১ সাল নাগাদ একটি সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ। আলোচনা সভায় আওে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম, রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, উপজেলা তথ্য কর্মকর্তা সুর্বনা সুমাইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা সুলতানা, রাউজান আর আর এ সি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসতাক আহম্মদ, রাউজান উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কাঞ্চন কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক জাগের হোসেন মাস্ট্রার সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।