Friday , 19 April 2024
শিরোনাম

রাউজানে দেড় হাজার লিটার পাহাড়ী চোলাই মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ

লোকমান আনছারী রাউজান প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলায় রাঙ্গামাটি মহাসড়ক দিয়ে বালু ভর্তি ড্রাম ট্রকে করে পাচারকালে দেড় হাজার লিটার পাহাড়ী চোলাই মদ সহ ড্রাম ট্রাক আটক ড্রাম ট্রাকের চালক মঈনউদ্দিন (২০) কে গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশ । ১২ জুন রবিবার ভোররাত ৪ টার সময়ে রাউজান থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম রাউজান চারা বটতল এলাকা দিয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক দিয়ে চট্টগ্রাম অভিমুখে যাওয়ার পথে চট্টগ্রাম-ড- ১১-১৮০৯ নামের বালু ভর্তি ড্রাম ট্রাক আটক করে। বালু ভর্তি ড্রাম ট্রাক তল্লাসী চালিয়ে বালুর নিচে বস্তাভর্তি দেড় হাজার লিটার পাহাড়ী চোলাই মদ উদ্বার করে। পুলিশ ড্রাম ট্রাকের চালক মঈন উদ্দিন (২০) ও পাহাড়ী চোলাই মদ ভর্তি ড্রাম ট্রাকটি আটক করে রাউজান থানায় নিয়ে যায় ।এ ব্যাপারে মাদক দ্রব্য আইনে রাউজান থানায় মামলা রুজু করা হয় । রবিববার দুপুরে পাহাড়ী চেলাই মদ ভর্তি আটক ড্রাম ট্রাকের চালক মঈনউদ্দিনকে আদালতে সোর্পদ করেন বলে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান।ড্রাম ট্রাকের চালক মঈন উদ্দিন রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের আইলী খীল এলাকার মাহাবুল আলমের পুত্র । উলেখ্য যে প্রতিদিন সন্দ্ব্যার পর থেকে ভোর রাত পর্যন্ত সময়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক দিয়ে ড্রাম ট্রাক ভর্তি করে রাউজানের পাহাড়ী এলাকা থেকে পাহাড় টিলা কাটা ও কৃষি জমি খনন করে মাটি ড্রাম ট্রাকে করে নিয়ে যাওয়া হয় । মাটি ও বালু ভর্তি ড্রাম ট্রাকে করে মাটি ও বালুর নিচে করে এলাকার মাদক ব্যবসায়ীরা পাহাড়ী চোলাই মদ পাচার করে আসছে ।

Check Also

ইসরাইলের হামলায় ইরানে বিমান চলাচল বন্ধ, ইরাকে ব্যাপক বিস্ফোরণ

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির ইসফাহান শহরে বিস্ফোরণের শব্দও শোনা গেছে। এর পরই ইরানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x