Friday , 19 April 2024
শিরোনাম

রাউজানে নানান কর্মসুচির মধ্যেদিয়ে পালিত হলো শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী

লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:

স্বাধীনতার মহান স্থপতি,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলায় দোয়া মাহফিল আলোচনা সভা ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।০৫ আগস্ট শুক্রবার রাউজান উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি ।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব। যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, রাউজান পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশ গুপ্ত।

 

বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান লায়ন এম সরোয়ার্দী সিকদার,বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, কাউন্সিলর দিলীপ কুমার চৌধুরী,দিদারুল আলম,পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু।এসময় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন রাউজান কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বোরহান উদ্দিন আলকাদেরী। এদিকে রাউজান উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার।এর আগে স্বাধিনতার মহান স্থপতি,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র,বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Check Also

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা

ইসরাইলে হামলার প্রতিক্রিয়ায় ইরানের ড্রোন কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বৃহস্পতিবার একযোগে এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x